পাকা আমনের গন্ধে মাতোয়ারা কৃষক

জয়পুরহাটের কালাইয়ে আমন ধান কাটা ও মাড়াইয়ের উৎসবের ধুম। বাম্পার ফলন পেয়ে খুশি কৃষক। মৃদু মৃদু শীতল বাতাসে পাকা সোনালী আমন ধানের গন্ধে এখন মাতোয়ারা উপজেলার কৃষকরা।

কালাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবার আমন মৌসুমে কৃষককে প্রণোদনা হিসেবে সার বীজ, কীটনাশক ও ওষুধ দেওয়া হয়েছে। চলতি মৌসুমে সাড়ে ১১ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। চাষাবাদ হয়েছে ১১ হাজার ৭০০ হেক্টর জমিতে। আবহাওয়া ভালো থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উপজেলার নয়াপাড়া গ্রামের কৃষক কামিরুল ইসলাম জানান, তিন বিঘা জমিতে আমন ধান রোপণ করেছি। রোগ বালাই তেমন না থাকায় অনেক ভালো ফলন হয়েছে। তবে ধানের বাজার দিন দিন যেভাবে কমতে শুরু করেছে তাতে চিন্তা বাড়ছে।

কাটা শেষে মাড়াই করতে ধান বয়ে নিয়ে যাচ্ছেন এক কৃষক। ছবি: খবর সংযোগ

হাতিয়র কাজীপাড়া গ্রামের কৃষক আমিরুল ইসলাম জানান, আমন ধান কর্তন করে জমিতে আলু লাগানোর জন্য গোবর দিয়ে কম্পোস্ট সার প্রস্তুত করছি। তাছাড়া নতুন ধান পেয়ে আনন্দিত। তবে ধানের বাজার ঠিক রাখতে সরকারের যথাযথ নজর আশা করেন তিনি।

কালাই উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায় জানান, এ উপজেলায় আমন ধান চাষ সফল করতে স্থানীয় বিএডিসি (বীজ) কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ সরবরাহের ব্যবস্থা করা হয়। প্রথমদিকে বৃষ্টিপাতের কিছুটা সমস্যা থাকলেও পরে আশানুরূপ বৃষ্টিপাতের ফলে রোপা আমনের চারা রোপণে আর কোনো সমস্যা হয়নি।