প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ গঠন করতে হবে: শফিউল্লাহ

দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে ছাত্র সংসদ গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মো. শফিউল্লাহ। 

বুধবার (২৭ নভেম্বর) রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের অংশ হিসেবে জুলাই গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। 

এর আগে ছাত্রশিবিরের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল নগরীর রেলগেট থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে একত্রিত হয়ে সমাবেশ করে। 

প্রধান অতিথির বক্তব্যে শফিউল্লাহ বলেন, শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে বলতে চাই, ক্যাম্পাসগুলোতে আমাদের ছাত্র রাজনীতি উন্মুক্ত করে দিতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্র সংসদ গঠন করতে দিতে হবে। যারা সঠিক ছাত্র রাজনীতি করবে তাদেরকে ক্যাম্পাসে মুক্তভাবে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে। বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসগুলোকে এমনভাবে তৈরি করতে হবে যে ক্যাম্পাসে কোনো ইভটিজিং, মাদক কিংবা কোনো অন্যায় অবিচার থাকবে না। 

রাজশাহী নগর ছাত্রশিবিরের সভাপতি সিফাত আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি শামীম উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল মোহাইমিন, রাজশাহী জেলা পশ্চিমের সভাপতি রমজান আলী, রাজশাহী জেলা পূর্বের সভাপতি রুবেল হোসেন প্রমুখ।