জয়পুরহাট সদরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াত নেতা নিহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলার গুয়াবাড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন (৩৫) সদর উপজেলার তেঘরা দন্ডপানি গ্রামের বাসিন্দা ও সদর উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা শাখার সভাপতি।
জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুন জানান, দেলোয়ার হোসেন বাড়ি থেকে জয়পুরহাট শহরে যাওয়ার পথে গুয়াবড়িঘাট এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
জামায়াত নেতার মৃত্যুতে তাৎক্ষণিক শোক জানিয়েছেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডা. ফজলুর রহমান সাঈদ ও সেক্রেটারি জেনারেল গোলাম কিবরিয়া মন্ডল।