বগুড়ায় খেলার সময় ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

বগুড়ায় ব্যাটারিচালিত ইজিবাইকের নিচে চাপা পড়ে হুমায়ারা নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মালতীনগর হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে।

দেড় বছর বয়সী হুমায়ারা মালতীনগর শান্তিবাগ এলাকার সুলতান মিয়ার মেয়ে। এ ঘটনায় নিহতের ভাই পাঁচ বছর বয়সী আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে বনানী ফাঁড়ি এসআই আমিনুল ইসলাম জানান, দুপুর ২টার দিকে মালতীনগর হাইস্কুলের সামনে হুমায়রা ও আব্দুল্লাহ দুই ভাই বোন মিলে খেলা করছিল। সেখানেই একটা ইজিবাইক দাঁড়িয়ে ছিল যেখানে কোনো চালক ও যাত্রী ছিল না। হঠাৎ করেই ইজিবাইক চালু হয়ে দুই ভাই বোনের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই হুমায়ারা মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। 

তিনি আরও জানান, এ ঘটনা তদন্ত করা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ইজিবাইক চালক পলাতক রয়েছে।

এদিকে, এ ঘটনায় উত্তেজিত জনতা ওই ইজিবাইকে আগুন ধরিয়ে দেয়। বলেও জানা গেছে।