রাজশাহীর পবায় অটোরিকশা থেকে পড়ে ট্রাকচাপায় এক শিশুর নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের কাটাখালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মিজান (৮) কাটাখালী থানার সমসাদিপুর গ্রামের আশরাফুল আলীর ছেলে।
কাটাখালী থানার ওসি আব্দুল মতিন জানান, বৃহস্পতিবার সকালে মিজান একটি অটোরিকশায় যাচ্ছিল। এ সময় অপর আরেকটি অটোরিকশায় তার অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় মিজান ছিটকে রাস্তায় পড়ে যায়। তখন ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে নিহত হয়।
এ ঘটনায় একটি মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।