নিখোঁজের ২২ দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

রাজশাহী নগরীর নগরপাড়া থেকে নিখোঁজের ২২ দিন পর রিজওয়ান নামে ব্যাটারিচালিত অটোরিকশার চালকের মরদেহ উদ্ধার করেছে করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে নগরপাড়ার একটি বদ্ধ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ১৭ মার্চ রিজওয়ান বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন তাকে খোঁজ করেও সন্ধান মেলেনি। এরপর এলাকবাসী রিজওয়ান যেদিন নিখোঁজ হন, সেদিনের যাত্রী পাপ্পু ও পিয়াসকে আটক করে ২৫ মার্চ রাতে দামকুড়া থানায় সোপর্দ করে। পুলিশ আটক পাপ্পু ও পিয়াসকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন।

আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করলে জিজ্ঞাসাবাদের প্রথম দিনে তারা হত্যার কথা স্বীকার করেন। পরে মঙ্গলবার দুপুরে পাপ্পু ও পিয়াসের স্বীকারোক্তি অনুযায়ী তাদের দেখানো একটি আবদ্ধ ঘর থেকে রিজওয়ানের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে মরদেহ প্রেরণ করে পুলিশ।

নগরীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, অটোরিকশার ব্যাটারি চুরি করার জন্য আটক পাপ্পু ও পিয়াসসহ সহযোগীরা গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ ও ইট দিয়ে মুখ থেতলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।