বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত ৩

বগুড়ার আদমদীঘি‌তে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে চারটায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের কাছে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাইবান্ধার সাঘাটা উপজেলার দক্ষিণ সাথালিয়া গ্রামের শফিকুল ইসলাম রিংকন (২১), বগুড়া সদর উপজেলার গোকুল উত্তরপাড়ার মুশফিকুর রহমান এবং বগুড়ার সোনাতলার সোয়াইব (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন যুবক একটি মোটরসাইকেলে করে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৯০১৯) তাদের মোটরসাইকেলটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিন আরোহীই সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন। নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।