পদ্মার পানি বেড়ে বিপাকে চরবাসী

রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপৎসীমার খুব কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর মাঝে জেগে ওঠা চরগুলো পানিতে ডুবে গেছে এবং চরের মানুষজন গবাদি পশু ও মালপত্র নিয়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন।

সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টায় রাজশাহী পয়েন্টে পদ্মা নদীর পানি রেকর্ড করা হয় ১৭ দশমিক ৩৯ মিটার, যেখানে বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটার। অর্থাৎ বিপৎসীমার মাত্র ০.৬৬ মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গেল ২৪ ঘণ্টায় পানির উচ্চতা বেড়েছে ০.১৭ মিটার।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই থেকে পদ্মায় পানি বাড়তে শুরু করে। এরপর কিছুটা কমলেও ৩১ জুলাই থেকে আবারও পানি বাড়ছে এবং এখনো সেই ধারা অব্যাহত রয়েছে। ফলে রাজশাহীর চরের অনেক এলাকা প্লাবিত হয়েছে।

চর খিদিরপুরের বাসিন্দা মাসুদ বলেন, পানি অনেক বেড়েছে। চরগুলো ডুবে গেছে। আমরা গবাদি পশু নিয়ে লোকালয়ে চলে এসেছি। তবে গোখাদ্যের সংকটে পড়েছি।

একই এলাকার রাকিব জানান, প্রতিদিন পানির উচ্চতা বাড়ছে। মানুষজন নৌকায় করে মালপত্র ও পশু নিয়ে লোকালয়ে যাচ্ছেন। কেউ আত্মীয়স্বজনের বাড়িতে উঠছেন, কেউ ভাড়া বাসায়। তবে যাদের গবাদিপশু আছে তারা সবচেয়ে বিপদে পড়েছেন।

রাজশাহী পবা উপজেলার ৮ নম্বর হরিয়ান ইউনিয়নের মেম্বার মো. সহিদুল ইসলাম বলেন, পদ্মার পানি অনেক চরে ঢুকে গেছে। অনেকেই বাড়ি ছেড়ে চলে গেছেন। বিশেষ করে গবাদি পশু নিয়ে অনেক কষ্ট করতে হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক বলেন, সোমবার সন্ধ্যায় রাজশাহী পয়েন্টে পদ্মার পানি ছিল ১৭ দশমিক ৩৯ মিটার, বিপৎসীমা থেকে মাত্র ০.৬৬ মিটার নিচে।

এদিকে, নদীর পানি বেড়ে যাওয়ায় টি-বাঁধে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে ব্যবসায়ীদের সরে যেতে বলা হয়েছে।