খাল থেকে পরিত্যক্ত ৬ গ্রেনেড উদ্ধার

বগুড়া সদরে একটি খাল থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার ছোটকুমিড়া এলাকার ঝোপগাড়ি মার্কাস মসজিদের পেছনের খাল থেকে এসব গ্রেনেডগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, দুপুরে কাজ করার সময় শ্রমিকরা গ্রেনেডগুলো দেখতে পায়। পরে বিষয়টি স্থানীয় লোকজন জানার পর তারা আমাদেরকে জানায়। আমরা ঘটনাস্থলে যাই। পরে সেখানে সেনাবাহিনীর সদস্যরা আসেন।

ওসি বলেন, গ্রেনেডগুলো বেশি পুরোনো নয়। ধারণা করা হচ্ছে, কয়েক বছর আগের। গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে গ্রেনেডগুলো নিরাপদে নিষ্ক্রিয় করবে।