পাবনার আতাইকুলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির পাভেলের শোরুমে বসানো জুয়ার আসরে অভিযান চালিয়েছে পুলিশ। সেখান থেকে বিএনপি সমর্থক ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীসহ ৯ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১১ টার দিকে সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজারে আওয়ামী লীগ নেতার মালিকানাধীন আরএফএল শোরুম থেকে তাদের আটক করা হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- সাদুল্লাপুর ইউনিয়নের চোমরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে ও ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থক চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রউফ (৪৫), শ্রীকোল গ্রামের দিলবার হোসেনের ছেলে খাজা হোসেন (৪০), লোহাগড়া গ্রামের তালেব মোল্লার ছেলে সাইফুল ইসলাম(৩৯), ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহেল কাফির ছেলে মো: জনি (৪০), চোমরপুর গ্রামের জামাল মাষ্টারের ছেলে লালন হোসেন (৩৮), জাবেদ আলীর ছেলে হাশেম আলী (৪০), শ্রীকোল গ্রামের আহমেদ মুন্সির ছেলে জলিল মুন্সী (৪২), শ্রীকোল বেলতলা গ্রামের আজিবর ইসলামের ছেলে আমিরুল ইসলাম (৪০) ও শ্রীকোল দিয়ারপাড়া গ্রামের নিজাম উদ্দিন শেখের ছেলে আব্দুল মজিদ (৪২)। আটককৃতদের মওধ্য রউফ ৫ আগষ্ট পরবর্তী সময়ে নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে চেয়ারম্যান পদপ্রার্থীর দোয়া চেয়ে বিভিন্ন এলাকায় বিলবোর্ড টাঙিয়েছেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে পাবনা আদালতে তাদের সোপর্দ করা হয়।