রাজশাহী নগরীতে জাতীয় আদিবাসী পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি গনেশ মার্ডি। এতে বক্তব্য দেন সংগঠনের কেন্দীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়।
বক্তারা বলেন, গত ৯ আগস্ট রংপুরের তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট এলাকায় রুপলাল রবিদাস (৪০) ও প্রদীপ রবিদাসকে (৩৫) মিথ্যা চুরির অপবাদে গণপিটুনিতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার দ্রুত বিচার, অভিযুক্তদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানাই।
এ সময় রাজশাহীর পবা উপজেলার বাগসারা গ্রাম ও তানোরের শিমুলতলা গ্রামে আদিবাসীদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
তারা আরো বলেন, বারবার আদিবাসী জনগোষ্ঠীর উপর হামলা হলেও বেশিরভাগ ক্ষেত্রে আইনি পদক্ষেপ নিতে গড়িমশি করা হয়। এ ধরণের ঘটনা রোধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার কার্য সম্পন্ন করার আহ্বান জানাই।
কর্মসূচিতে পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি রাজকুমার শাও, কেন্দ্রীয় সদস্য আন্দ্রিয়াস বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব জামাল কাদেরী, সমাজকর্মী আফজাল হোসেন, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাসিবুল, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা, ওয়ালিউর রহমান বাবু, সমাজসেবী ইসমিতা, তোফাজ্জল হোসেন, রাজশাহী জেলার সাবেক সাধারণ সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার, বর্তমান সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, রাজশাহী মহানগর সাংগঠনিক সম্পাদক শাওন ভূইয়াসহ রাজশাহীর আশপাশের বিভিন্ন এলাকার আদিবাসী জনগোষ্ঠীর নেতাকর্মীরা অংশ নেন।