পুকুর পাড়ে মিললো নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ

বগুড়ার শেরপুরে আবু বক্কর (৩৭) নামের এক নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাগড়া হঠাৎ পাড়া এলাকার বোষ্টুমধার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

আবু বক্কর কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি ৮ দিন ধরে নিখোঁজ ছিলেন।

জানা যায়, গত ১ সেপ্টেম্বর রাতে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আবু বকর। এরপর ২ সেপ্টেম্বর স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ঘোগা বটতলা এলাকার রাস্তার পাশ থেকে ব্যাটারিচালিত অটোরিকশা পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে। 

তবে ওইদিন অটোরিকশার সঙ্গে ব্যাটারি পায়নি পুলিশ। পরে অপরিচিত এক ব্যক্তি ব্যাটারি বিক্রি করতে এসে স্থানীয়দের তোপের মুখে পড়ে ব্যাটারি রেখে পালিয়ে যায়। পরে সেটি শেরপুর থানা পুলিশ উদ্ধার করে। 

এরপর আজ দুপুরে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে পুকুরের পাশে গিয়ে মরদেহটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে আবু বক্করের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ওসি এসএম মইনুদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা চুরির করতে গিয়েই এই হত্যাকাণ্ড ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।