পাবনার বেড়া পৌর এলাকার নৌ-ঘাটের নিয়ন্ত্রণ ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ভাঙচুর করে পুড়িয়ে দেয়া হয়েছে স্থানীয় বিএনপির কার্যালয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বেড়া পৌর এলাকার ১ নং ওয়ার্ডের বৃশালিখা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, বেড়ার হুরাসাগর নদীর বৃশালিখা এলাকাটি সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর নির্বাচনী এলাকা। একারণে বৃশালিখা নৌ-ঘাট নিয়ন্ত্রণ করতো আওয়ামী লীগের নেতাকর্মীরা। ৫ আগস্ট পরবর্তী সময়ে স্থানীয় বিএনপির একাংশকে সঙ্গে নিয়ে তারা ঘাটের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল। কিছুদিন পর থেকে স্থানীয় বিএনপির আরেকটি গ্রুপ ওই ঘাটের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা শুরু করে। তার ধারাবাহিকতায় সোমবার দুপুরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ভেঙে ফেলা হয় সেখানে অবস্থিত বিএনপি কার্যালয়। সংঘর্ষের এক পর্যায়ে সেখানে গোলাগুলির ঘটনাও ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে বেশ কয়েকজন আহত হন। ঘটনার পর সেখানে চরম উত্তেজনা দেখা দিলে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন।
বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির বলেন, চাঁদাবাজ গ্রুপের সঙ্গে বিএনপি নামধারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। তারা দলের কোন পদ-পদবীতে নেই, তাই এবিষয়ে কোনো খোঁজখবর নেয়ারই প্রয়োজন মনে কারিনা।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। সেখানে বিএনপি ও আওয়ামী লীগ সবাই যুক্ত। সেনাবাহিনীসহ আমরা ঘটনাস্থলেই আছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।