বগুড়ার শিবগঞ্জে পুলিশকে মারধর করে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজ্জাকুল ইসলাম রাজুকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চকভোলা খাঁ এলাকায় এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা রাজু শনিবার রাতে নিজ গ্রামে বাড়ির পাশে মামাতো ভাই শাহ আলমের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যান। খবর পেয়ে পুলিশের এসআই আল মামুনের নেতৃত্বে পাঁচ সদস্য তাকে গ্রেপ্তার করতে যান। তারা রাজুকে গ্রেপ্তারের পর হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার সময় তার কয়েকশ আত্মীয়-স্বজন পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে হাতকড়া পরা অবস্থায় রাজুকে তারা পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যান। এ সময় আসামির স্বজনদের মারধরে তিন পুলিশ সদস্য আহত হন।
রাজুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টাসহ ১৬টি মামলা রয়েছে৷ গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। রাজুকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। আসামি ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান।