বিলের পানিতে ভাসছিলো অজ্ঞাত যুবকের মরদেহ

বগুড়ার শেরপুরে বিলের মধ্য থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার সুঘাট ইউনিয়নের গোয়ালজানি গ্রামের আমেডাঙ্গা বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার ছোট বাচ্চারা জলপাই কুড়াতে আমেডাঙ্গা বিলের পাড়ে গেলে নিহতের মরদেহ পানিতে ভাসতে দেখে ভূত বলে চিৎকার করে। তাদের চিৎকারে আত্মীয়-স্বজনরা গিয়ে মরদেহটি ভাসতে দেখে। এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে তারা বিষয়টি থানা পুলিশকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিল থেকে মরদেহটি উদ্ধার করে। 

বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।