রাজশাহীতে গণপ্রকৌশল দিবস উদযাপিত 

‘দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি’- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে নানা আয়োজনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। 
 
শনিবার (৮ নভেম্বর) সকালে দিবস উপলক্ষে নগরীর টুলটুলি পাড়ায় জেলা আইডিইবি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আইডিইবি প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) রেজাউল আলম সরকার। বিশেষ অতিথি ছিলেন আইডিইবির কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক প্রকৌশলী তৈয়ব আলী মুকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবি রাজশাহী জেলার আহ্বায়ক প্রকৌশলী এআর জামিল ইদি।
অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা প্রকৌশলী আবু বকর সিদ্দীক, সাবেক সভাপতি প্রকৌশলী খাইরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ, রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগসহ রাজশাহী অঞ্চলের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও আইডিইবির সদস্যরা উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আইডিইবি রাজশাহী জেলা শাখার কার্যনির্বাহী সদস্যরা। সঞ্চালনায় ছিলেন আইডিইবি রাজশাহী জেলা শাখার সদস্য সচিব প্রকৌশলী আহসান হাবীব।
 
সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা অপরিসীম। দক্ষ প্রকৌশল জনশক্তি গড়ে তোলার মাধ্যমে অর্থনৈতিকভাবে দেশকে সমৃদ্ধশালী করতে আইডিইবি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রকৌশলগত যেকোনো উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অগ্রগামী ভূমিকা পালন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এটা অব্যাহত থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।