বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজশাহী মহানগর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন শরিফুল ইসলাম জনি।
বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদলের রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন বিএনপিতে পদায়িত হওয়ায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনিকে রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
উল্লেখ্য, গত ১ নভেম্বর রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। এর প্রেক্ষিতে মহানগর যুবদলের আহ্বায়ক পদ শূন্য হয়।