রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিজ ঘর থেকে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক যোগেশ চন্দ্র রায় (৭৫) এবং তার স্ত্রী সুর্বনা রায়ের (৬০) গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলা গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনাব্বোর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যোগেশ চন্দ্র রায় রহিমাপুর নয়াহাট মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। গ্রামের বাড়িতে এই বৃদ্ধ দম্পতি একাই বসবাস করতেন। তাদের দুই ছেলে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত রয়েছেন।
বাড়ির কাজের লোক দিপক রায় জানান, তিনি দীর্ঘদিন ধরে যোগেশ চন্দ্র রায়ের বাড়িতে কাজ করছেন। প্রতিদিনের মতো আজ সকালে বাড়ির গেটের সামনে এসে ডাকাডাকি করেন তিনি। তবে কোনো সাড়া-শব্দ না পেয়ে গ্রামের কয়েকজন বাসিন্দাসহ মই দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে স্বামী-স্ত্রী দুজনের গলাকাটা লাশ দেখতে পান।
ইউএনও মো. মুনাব্বোর হোসেন এবং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কে বা কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদ্ঘাটনে পুলিশের একাধিক ইউনিট তদন্ত শুরু করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। এই জোড়া খুনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।