পরীক্ষা শুরু দেড় ঘণ্টা আগে প্রবেশপত্র পান সেই ৩৬ পরীক্ষার্থী 

এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার দেড় ঘণ্টা আগে প্রবেশপত্র পান ঠাকুরগাঁওয়ে রুহিয়া ডিগ্রি কলেজের সেই ৩৬ শিক্ষার্থী। তাদের মধ্যে সাধারণ শাখার ১১ জন এবং বিএম শাখার ১৫ জন সকাল ৮টা ৩০ মিনিটে এডমিট কার্ড পায় এবং বাকি ১০ জনের পরীক্ষা বিকালে হওয়ায় তাদের এডমিট কার্ড দুপুরের মধ্যে দেওয়া হবে বলে জানা যায়।

এর আগে গতকাল শনিবার (২৯ জুন) এডমিট কার্ড পাওয়ার দাবিতে রহিয়া ডিগ্রি কলেজ গেটের সামনে বিক্ষোভ করেন এইচএসসি পরীক্ষার অংশগ্রহণ করতে যাওয়া শিক্ষার্থীরা। পরে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলায়েত হোসেনের আশ্বাসে তারা বাড়ি ফিরে যায়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষা বোর্ডে যোগাযোগ করে তাদের এডমিট কার্ডের ব্যবস্থা করে দেয়।

প্রবশপত্র পাওয়ার পর শিক্ষার্থীরা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার স্যারের জন্য আমরা  পরীক্ষা দিতে পারছি তাই খুব আনন্দিত। আমরা সবাই দুশ্চিন্তায় ছিলাম পরীক্ষা দিতে পারব কিনা এ নিয়ে। পরে পরীক্ষার আগে হলে এডমিট কার্ড পেয়ে আমরা খুেই আনন্দিত।

রুহিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মজিবর রহমান বলেন, আমরা রাতেই এডমিট কার্ড ডাউনলোড করে রেখেছি। আজকে সকাল  ৮টা ৩০ মিনিটে বাচ্চাদের হাতে দিয়ে দিয়েছি। বিষয়টা আগে থেকে আমি জানতাম না। যদি আমার নজরে আসতো তাহলে বিষয়টা এমন হতো না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, বিষয়টি আমার নজরে আসার পর আমি এডমিট কার্ডের জন্য শিক্ষা বোর্ডে যোগাযোগ করি। তারা আমাকে আশ্বস্ত করে যে পরীক্ষার আগের রাতেই এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। সেই ভাবেই আমরা পরীক্ষার আগের রাতেই এডমিট কার্ড ডাউনলোড করে রেখেছিলাম। এবং আজ সকাল ৮টা ৩০ মিনিটে তাদের হাতে এডমিট কার্ডগুলো তুলে দেয়া হয়েছে।