নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল মাদ্রাসায়, আহত ১২ শিক্ষার্থী

লালমনিরহাটের সদর উপজেলার হাড়িভাঙ্গা তালিমুল ইনসান কওমি হাফেজিয়া মাদ্রাসায় মাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভিতরে প্রবেশ করে। এসময় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশু শিক্ষার্থীদের উপর দেয়াল ভেঙে পড়লে ১২ শিক্ষার্থী আহত হয়। 

বুধবার (৯ অক্টোবর) গভীর রাতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ শিক্ষার্থীর অবস্থা আশংকাজনক। 

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো পড়াশোনা শেষে রাতে ঘুমিয়ে পড়ে শিক্ষার্থীরা। রাত ৩টার দিকে হঠাৎ মালবাহী চলন্ত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাস্তা লাগোয়া মাদ্রাসায় দেয়াল ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এসময় ভাঙা দেয়ালের ইট ঘুমন্ত শিশুদের শরীরের ওপরে পড়ে। এতে ১২ জন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক। তাদেরকে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাদ্রাসা কমিটির সদস্যরা জানায়, মহাসড়ক থেকে মাদরাসাটি কাছাকাছি হওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সড়ক ভবন কর্তৃপক্ষ যদি মাদরাসার সামনের অংশে গাইডওয়াল অথবা গার্ডার নির্মাণ করে দেয় তাহলে ঝুঁকি কমবে। 

মাদরাসার ছাত্রদের কয়েকজন জানায়, তারা সব সময় আতঙ্ক ও ভয়ের মধ্যে থাকে। প্রায়ই তারা রাতে যানবাহনের হর্ন বাজানো উচ্চ শব্দে ঘুম থেকে চমকে উঠে। তারা নিজেদের নিরাপত্তার দাবি জানান।

মাদরাসার মুহতামিন হাফেজ মাওলানা মোহাম্মদ নুর আলম জানান, মাদরাসার ৫ তলা ভবনের ভিত্তি দেয়ার কাজ হয়েছে। কিন্তু অর্থের সংকটে কাজের গতি কমে গেছে। রাস্তার কাছাকাছি হওয়ায় বর্তমানে শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ। স্থানীয় ও সরকারি ভাবে সহায়তা করলে মাদরাসা ভবনের কাজ শেষ করা যাবে। তখন নতুন ভবনে শিক্ষার কার্যক্রম শুরু হলে কোন ঝুঁকি থাকবে না।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। মাদরাসার কর্তৃপক্ষ এখনো কোন অভিযোগ দেয়নি, অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।