সর্বনিম্ন তাপমাত্রায় শীতে কাঁপছে দিনাজপুর

উত্তরের জেলা দিনাজপুরে নতুন বছরের শুরুতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। প্রকৃতি কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। দিনের বেশিরভাগ সময় সূর্যের আলো না থাকায় এবং উত্তর-পশ্চিমের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় অনুভূত হচ্ছে হাড় কাঁপানো কনকনে শীত।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

হাড় কাঁপানো শীতের মধ্যে কাজে বেরিয়েছেন খেটে খাওয়া মানুষগুলো। ছবি: খবর সংযোগ

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, ক্রমেই কমছে দিনাজপুরসহ এই অঞ্চলের তাপমাত্রা। বছরের প্রথম দিন বুধবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একদিন পর বৃহস্পতিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯২ শতাংশ।

প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। ছবি: খবর সংযোগ

এছাড়া সূর্যের মুখ দেখা না যাওয়ায় এবং দিনভর উত্তর পশ্চিমের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় অনুভূত হচ্ছে তীব্র শীত বলে জানিয়েছেন তিনি। 

এই শীতে বেশি বিপাকে আছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো। ছবি: খবর সংযোগ

এদিকে, তীব্র শীতে বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। সড়ক ও মহাসড়কগুলোতে ধীরগতিতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো।

প্রচণ্ড শীতের যাত্রী পাচ্ছে না তাই খালি রিকশা নিয়ে ঘুরতে হচ্ছে চালকদের। ছবি: খবর সংযোগ

ইজি বাইক চালক বিমল চন্দ্র দাস জানান, তীব্র শীত ও কনকনে বাতাসে গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে। মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। ঠান্ডার কারণে যাত্রী গাড়িতে উঠছে না। আয় রোজগার কম, পরিবার নিয়ে চলাই কঠিন।