‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ সমাবেশ

তিস্তার ন্যায্য হিস্যার প্রশ্নে কোনো বন্ধুত্ব নেই: ফখরুল

বিএনপির মূল লক্ষ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, ‘দেশে যে অশান্তি সৃষ্টি হয়েছে, নির্বাচন দিলে তা আর হবে না। বাংলাদেশের আগামী দিনের কাণ্ডারী তারেক রহমান গণতান্তিক সরকারের জন্য মানুষকে সংগঠিত করে যাচ্ছেন। আমরা নির্বাচন দিয়ে আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে চাই, যারা আমাদের কথা সংসদে বলবে।’

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার তিস্তা বাঁচাও অবস্থান কর্মসূচির জনতার সমাবেশে মির্জা ফকরুল এসব কথা বলেন। 

প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ আখ্যা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে নিরপেক্ষ থাকলে হবে না, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আপনার পদক্ষেপ নিতে হবে। আমরা আমাদের পায়ের ওপর দাঁড়াতে চাই আমাদের ন্যায্য হিসাব আমরা বুঝে নিতে চাই।’

‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ সমাবেশের একাংশ, ছবি: খবর সংযোগ

ফকরুল বলেন, ‘বন্ধুত্ব থাকবে তিস্তার ন্যায্য হিস্যার প্রশ্নে কোনো বন্ধুত্ব নেই। এ আন্দোলন মানুষের বেঁচে থাকার আন্দোলন। লড়াই ছাড়া কিছু পাওয়া যায় না। আমরা লড়াই করে তিস্তা ন্যায্য হিস্যা বাস্তবায়ন করতে চাই।’

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দৌলত সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্ততা জানান হায়দার, বিএনপির চেয়ারম্যানপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সংগীত শিল্পী বেবী নাজনীন প্রমুখ বক্তব্য দেন।

‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ এ স্লোগানে অবস্থান কর্মসূচি পালনে রংপুরের পাঁচ জেলার কয়েক লাখ মানুষ নদী পাড়ে জমায়েত হয়েছেন।