গাইবান্ধায় শিশুকে ধর্ষণের অভিযোগে ৭৫ বছরের বৃদ্ধ আটক

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ মার্চ ) বিকালে এরেন্ডাবাড়ি ইউনিয়নে চর চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকালে চন্ডিপুর এলাকার কিসামত আলী কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী (১০) বাড়ির পাশে খেলছিল। এ সময় একই গ্রামের বিষা শেখ (৭৫) কৌশলে শিশুটিকে তার ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।  

পরে শিশুটি তার পরিবারকে জানালে পরিবার ও স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।  

ফুলছড়ি থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন,  এ বিষয়ে মামলাসহ ভিকটিমের শারীরিক পরীক্ষার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।