লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছেন (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে ৯ জন নারী ও সাত শিশু ও দুজন পুরুষ রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।
বুধবার (২১ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রহমতপুর ধবলসতী গাটিয়ারভিটা সীমান্তের প্রধান পিলার ৮২৫ নম্বরের ১ নম্বর এবং শ্রীরামপুর ইউনিয়নের সীমান্তে বাজার এলাকায় দিয়ে তাদেরকে ভারতীয় গেট দিয়ে পাঠানো হয় বাংলাদেশে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিজিবির ধবলসুতী ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাটিয়ারভিটা ও শ্রীরামপুর সীমান্ত দিয়ে পুশইন হয়ে দেশে ঢোকার পর তারা হেঁটে পাটগ্রামের দিকে যেতে শুরু করেন। তবে স্থানীয় নতুন বাজার ঐ সীমান্তে বাজার পৌঁছালে বাজারের লোকজনের সন্দেহ হলে তাদের আটকে পর জিজ্ঞাসাবাদ করলে ভারত থেকে পাঠানো হয়েছে বলে তারা স্বীকার করেন। পরে বিজিবিকে খবর দেন স্থানীয়রা। বিজিবি তাদের নিয়ে যায়।
৬১ বিজিবি (তিস্তা-২) ধবলসুতী ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন বলেন, তাদেরকে সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করে হেফাজতে নিয়েছেন। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ বিরাজ করছে। তারা সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুই সীমান্ত থেকে মোট ২০ জনকে আটক করা হয়েছে। জানা গেছে তারা বাংলাদেশের নাগরিক তবে দীর্ঘদিন থেকে ভারতে বসবাস করতেন। বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।