থানায় ঢুকে পুলিশকে ছুরিকাঘাত: পুকুরে মিললো হামলাকারীর মরদেহ 

গাইবান্ধার থানায় কর্তব্যরত অবস্থায় এক পুলিশ কর্মকর্তার ওপরে হামলা চালানো হয়েছে। দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন ওই থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহসিন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে থানার ভেতরে এ ঘটনা ঘটে। এদিকে হামলার পরপরই ওই ব্যক্তি পাশের একটি পুকুরে ঝাঁপ দেয়। 

শুক্রবার (২৫ জুলাই) সকালে ওই পুকুর থেকে তার মরহেদ উদ্ধার করা হয়। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এক ব্যক্তি থানার ভেতরে ঢুকে হঠাৎ করেই এএসআই মহসিনকে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়। সে সময় এএসআই মহসিন চিৎকার দিলে থানার অন্যান্য পুলিশ সদস্য এবং স্থানীয়রা হামলাকারীকে ধাওয়া করে।

সে দৌড়ে পাশের সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে লাফিয়ে পড়ে আত্মগোপন করে। পুকুরটি কচুরিপানায় ভর্তি হওয়ায় তাকে কেউ ধরতে পারেনি। ওই ঘটনার পর থেকেই পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় জনতা হামলাকারীকে খুঁজতে ওই পুকুরে তল্লাশি শুরু করে। আজ সকালে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

আহত এএসআই মহসিনকে রাতে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম জানান, প্রত্যক্ষদর্শী ও কর্তব্যরত পুলিশ সদস্যদের প্রাথমিক ধারণা হামলাকারী ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। লাশ উদ্ধার হলেও তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তার পরিচয় উদঘাটনে চেষ্টা চালানো হচ্ছে।