পঞ্চগড়ের সীমান্ত দিয়ে আরো ২৩ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে জিডি মূলে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে নীলফামী ব্যাটালিয়নের ৫৬ বিজিবি।
এর আগে মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্তের বড়বাড়ি বিওপির সদস্যরা মেইন পিলার ৭৫৭ এর ২ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়। পরে তাদেরকে স্থানীয়দের সহযোগীতায় আটক করে বিজিবি।
তাদের মধ্যে ১৩ নারী, ৯ জন পুরুষ ও এক শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, লালমনিরহাট ও নড়াইল জেলার বাসিন্দা বলে জানা গেছে। তারা সবাই ভারতের বোম্বেসহ বিভিন্ন এলাকায় শ্রমিকের কাজ করতেন।
বিজিবি ও পুলিশ জানায়, আজ সকালে সীমান্তে পুশইন হওয়া শিশুসহ নারী-পুরুষদের স্থানীয়রা তাদের আটক করে হাড়িভাসা ইউনিয়ন পরিষদে নিয়ে বিজিবিকে খবর দেয়। খবর পেয়ে বিজিবি তাদের আটক করে ঘাগড়া সীমান্ত ফাঁড়ির ক্যাম্পে নিয়ে যাওয়ার পর দুপুরের দিকে থানা পুলিশের কাছে সোপর্দ্য করে।
পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামান জানান, বিজিবি পুশ ইন হওয়া ২৩ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। এখন পরিবারের সঙ্গে যোগাযোগসহ পরিচয় যাচাই করা হচ্ছে। বাংলাদেশি পরিচয় নিশ্চিত হলে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।