পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করতোয়া নদীতে অবৈধ ড্রেজার মেশিনে পাথর ও বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার সকালে ভজনপুর ইউনিয়নের গনাগছ সংলগ্ন করতোয়া নদীতে এই অভিযান চালানো হয়। এসময় ৫টি ড্রেজার মেশিন এবং পাথর ও বালু উত্তোলণ কাজে ব্যবহৃত মালামাল জব্দ করা হয়েছে।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু এই অভিযানে নেতৃত্ব দেন। পুলিশ ও বিজিবি সদস্যরা তাকে সহযোগিতা করেন।
ইউএনও আফরোজ শাহীন খসরু বলেন, প্রাকৃতিক সম্পদ রক্ষায় ও অবৈধ বালু উত্তোলন রোধে অভিযান অব্যাহত থাকবে। এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার জব্দকৃত ড্রেজার থানায় জমা দেওয়া হয় বলেও জানান তিনি।