হিলিতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বাংলাহিলি বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালিটি আবারো একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটেন বিএনপির নেতাকর্মীরা।

অনুষ্ঠানে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার খান, উপজেলা মহিলা দলের আহ্বায়ক আক্তারা বেগম ও সদস্য সচিব ফারজানা বেগম, পৌর মহিলা দলের নেত্রী ফেরদৌসী বেগম, শামসুন্নাহার টুনি, লাবনীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।