দুর্গাপূজায় বাংলাবান্ধা স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গাপূজা উদযাপন উপলক্ষে টানা ৮ দিন বন্ধ থাকবে দেশের চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধার আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম চালু থাকবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ভারতের ফুলবাড়ী এক্সপোর্টার ও ইমপোটার ওয়েলফার এসোসিয়েশন একটি চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানীকারক গ্রুপের আহবায়ক রেজাউল করিম শাহিন সংগঠনের পক্ষে এতে স্বাক্ষর করেন।

তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে ভারত-বাংলাদেশের দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) থেকে ৪ অক্টোবর (শনিবার) পর্যন্ত টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এরপর ৫ অক্টোবর (রোববার) থেকে আবার কার্যক্রম শুরু হবে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেফায়েতুল ওয়ারেছ বলেন, দুর্গাপূজায় ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রীরা যাতায়াত করতে পারবেন।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর বাংলাবান্ধা স্থলবন্দরের ৮ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৫ অক্টোবর থেকে আবার কার্যক্রম শুরু হবে।