লালমনিরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ৫ শতাধিক শিক্ষার্থী ছাত্রদলে যোগ দিয়েছেন।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে জেলার হাতিবান্ধা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা ছাত্রদলে যোগদান করেন। এসব শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হাতীবান্ধা উপজেলায় স্বৈরাচার পতনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় ছাত্রদলে যোগদানকারী শিক্ষার্থী আবির আহমেদ বলেন, আমরা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিভিন্নভাবে হয়রানি ও হামলা-মামলার শিকার হয়েছিলাম। সে সময় দেশনায়ক তারেক রহমান আন্দোলনে আমাদের অনুপ্রেরণা দিয়েছেন। এতে করে আমরা আন্দোলনে সফল হয়েছি। তাই গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রতিষ্ঠিত করতে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা ছাত্রদলে যোগ দিয়েছি। আমরা শহীদ জিয়ার আদর্শে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই।
আরেক শিক্ষার্থী তাওহীদ ইসলাম বলেন, আমি শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলে যোগদান করেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিএনপির ও ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের সবসময় দিকনির্দেশনা দিয়েছিল। তারা আমাদের পাশে দাঁড়িয়েছিল। এখন সময় এসেছে তাদের পাশে দাড়িয়ে একসাথে দেশের জন্য কাজ করার।
হাতীবান্ধা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ভাই-বোনদের ছাত্রদলে স্বাগত। দেশ থেকে স্বৈরাচার মুক্ত করতে ছাত্রদল ও বৈষম্যবিরোধীর সাধারণ শিক্ষার্থীরা একসাথে আন্দোলন করেছি। আমরা ভবিষ্যতে ছাত্রদের অধিকার আদায় একসাথে কাজ করবো।
অনুষ্ঠানে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, দেশে যখন কোন সংকটের দেখা দেয়, জাতীয়তাবাদী ছাত্রদল সর্বপ্রথম সেই সংকটের মোকাবেলা করে। ছাত্রদের অধিকার আদায় ছাত্রদলের ভূমিকা অনেক। স্বৈরাচার পতনের আন্দোলন আমরা সবাই করেছি। তবে শিক্ষার্থীরা সর্বোচ্চ ভূমিকা রেখেছেন।
শিক্ষার্থীরা আজ শহীদ জিয়ার আদর্শের দলে যোগদান করলেন। তাদের আমরা সাধুবাদ জানাই। তাদের সঙ্গে নিয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে এগিয়ে যেতে চাই। শিক্ষার্থীরাই আগামীতে বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবে। বিএনপি সবসময় ছাত্র-ছাত্রীদের কল্যাণে কাজ করে আসছে।
হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা বিএনপিকে ভালোবেসে ছাত্রদলে যোগ দিয়েছেন। শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে তারা ছাত্রদলে যোগ দিয়েছে। তাদের স্বাগত জানাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়ার যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম ও সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।