জলবায়ু পরিবর্তনের স্থানীয় সমস্যা ও দাবিগুলোকে ব্রাজিলে অনুষ্ঠেয় COP-30 এর বৈশ্বিক মঞ্চে তুলে ধরার লক্ষ্যে জাগো ফাউন্ডেশন-এর দেশব্যাপী ক্যাম্পেইন 'Voices of Climate : Our Climate, Our Future'-এর অংশ হিসেবে লালমনিরহাটের মিশনমোড় চত্বরে একটি ফ্ল্যাশমব আয়োজিত হয়েছে।
রোববার (১২ অক্টোবর) জাগো ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ অংশীদার ভিবিডি লালমনিরহাট এ ইভেন্টের আয়োজন করে।
যুবসমাজের উদ্ভাবনী বার্তা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আচরণগত পরিবর্তন এবং বৈশ্বিক আলোচনায় তরুণদের কণ্ঠস্বরকে যুক্ত করার লক্ষ্যে পরিচালিত এই ফ্ল্যাশমবে স্থানীয় তরুণরা তাদের উদ্ভাবনী পরিবেশনা এবং সৃজনশীল প্রচারণার মাধ্যমে জলবায়ু সংকট, স্থানীয় সমস্যা এবং এর সমাধানের জন্য তাদের দাবিগুলো তুলে ধরে। এ ধরনের অভিনব আয়োজন উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং বার্তাগুলো সফলভাবে অনেক মানুষের কাছে পৌঁছে যায়।
ভিবিডি লালমনিরহাটের পক্ষ থেকে জেনারেল সেক্রেটারি শিব সুন্দর বর্মন বলেন, ‘বাংলাদেশের উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলের জলবায়ু সংকটের শিকার মানুষের কথাগুলো প্রায়শই আন্তর্জাতিক মঞ্চে পৌঁছায় না। আমাদের এই ফ্ল্যাশমবের উদ্দেশ্য ছিল স্থানীয় সমস্যাগুলোকে জীবন্ত করে তোলা, যাতে বৈশ্বিক নীতি নির্ধারকরা আমাদের তরুণদের বার্তা গুরুত্বের সাথে বিবেচনা করেন।’
জাতীয় প্রেক্ষাপটে ক্যাম্পেইনের প্রভাব 'Voices of Climate : Our Climate, Our Future' ক্যাম্পেইনটি দেশের ৮ বিভাগের ১৬টি যুব-নেতৃত্বাধীন সংস্থাকে সাথে নিয়ে পরিচালিত হচ্ছে।
ফ্ল্যাশমব ছাড়াও, এই ক্যাম্পেইনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত আচরণগত পরিবর্তন নিয়ে ১১২টিরও বেশি শিক্ষামূলক ভিডিও তৈরি করা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তরুণদের সম্মিলিত দাবিগুলোকে সমন্বয় করে একটি বিশেষ 'Climate Capsule' প্রকাশ করা হবে, যা COP 30-এ বাংলাদেশের প্রতিনিধিদের কাছে পৌঁছে দেওয়া হবে।
পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘Gildan’ এই ক্যাম্পেইনে সহযোগিতা করছে এবং ‘একশন এইড বাংলাদেশ’ নলেজ পার্টনার হিসেবে যুক্ত আছে। জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের এই অংশগ্রহণ এবং সচেতনতামূলক কার্যক্রম দেশের পরিবেশ আন্দোলনকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।