ডোমারে নাবী পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ 

নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী নাবী পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
 
উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রাসারণ শীর্ষক প্রকল্পের আওতাধীনে প্রশিক্ষণে উপজেলার ১০টি ইউনিয়নের ৭০ জন পাট চাষীরা উপস্থিত ছিলেন।
গত সোমবার অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডোমার উপজেলার নির্বাহী অফিসার সায়েলা সাঈদ তন্বী।
 
প্রশিক্ষক ছিলেন- বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সহকারী সচিব কৃষিবিদ আকরাম হোসেন, রংপুর বিভাগীয় পাট অধিদপ্তরের সহকারী পরিচালক কৃষিবিদ সোলেয়মান আলী, জেলা পাট কর্মকর্তা এটিএম তৈবুর রহমান, ডোমার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম ও উপজেলা কৃষি সম্প্রাসারণ অফিসার রাজিয়া সুলতানা প্রমুখ।
 
শেষে ৭০ জন প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকের মাঝে উপহারস্বরূপ সম্মানী তুলে দেওয়া হয়।