লালমনিরহাট পৌরসভার পৌর সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন-২০২৫ সুষ্ঠু ও আনন্দঘন পরিবশে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পৌরসভার বিচার শাখা কক্ষে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৪৮ জন ভোটার ভোট প্রদান করেন।
নির্বাচনে সভাপতি পদে ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এ.এস.এম আশরাফুজ্জামান তালুকদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আখতারুজ্জামান পেয়েছেন ২১ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কৌশিক রায়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আনোয়ার হোসেন পেয়েছেন ২০ ভোট।
সহ-সভাপতি পদে মো. আশরাফুর রহমান নিবাচন না করায় আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন। বাকি পদগুলোয় প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা সরাসরি নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন মো. আতিকুর রহমান। নির্বাচন শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সদস্যদের মধ্যে ছিল উচ্ছ্বাস ও স্বস্তি।