বাহুবলে করাঙ্গী নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

হবিগঞ্জের বাহুবলে ভারী বর্ষণে ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে করাঙ্গী নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

শুক্রবার (৩১ মে) সকালে বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নিজগাও গ্রামে এই বাঁধ ভেঙে যায়। ফলে ওই এলাকা প্লাবিত হয়ে লোকজন পানিবন্দি হয়ে পড়েছে।

এদিকে জেলার হাওরগুলোতেও পানি বৃদ্ধি পাচ্ছে। কুশিয়ারা নদীতে পানি বাড়ছে দ্রুতগতিতে। তবে খোয়াই নদীর পানি কিছুটা কমছে।

বাহুবলের ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আক্তার জামান নাসির জানান, পার্শ্ববর্তী ওলিপুর গ্রামের দিকেও নদীর বাঁধে ফাটল দেখা দিয়েছে। যেকোনো সময় সেটিও ভেঙে যেতে পারে।

ভাদেশ্বর ইউনিয়নের ওয়ার্ড সদস্য (মেম্বার) মো. ফরিদ মিয়া জানান, ওই স্থানে প্রতিবছরই ভাঙন সৃষ্টি হয়। পরবর্তীতে বানের জল নেমে গেলে তিনি এবং তার পরিষদের উদ্যোগে মাটি দ্বারা তা পুনরায় মেরামত করা হয়। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই আবার একই স্থানে ভাঙন সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, এ সমস্যার একটা স্থায়ী সমাধান প্রয়োজন। এ জন্য পানি উন্নয়ন বোর্ডকে এগিয়ে আসতে হবে এবং ওই স্থানে সিসি ব্লক অথবা পাথর বিছিয়ে বানের জলের আঘাত থেকে বাঁধটিতে রক্ষা করতে হবে। এ ছাড়া শুধু মাটির বাঁধ দিলে বছর ঘুরতে না ঘুরতেই তা ভাঙছে এবং ভাঙবে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, ভারত থেকে আসা পানির কারণে নদী ও হাওরে পানি বৃদ্ধি পাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।