মৌলভীবাজারের জুড়িতে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাত করে আরমান আলী (২২) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। হত্যার এক ঘণ্টার মধ্যেই মূল আসামি তানভীর হোসেনসহ চারজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২২ জুন) রাত পৌঁনে বারটার দিকে নিহত আরমান আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আরমান আলী উপজেলার জায়ফরনগর গ্রামের সৌদি প্রবাসী সুমন আহমেদের ছেলে। আটক তানভির একই গ্রামের ইয়াজ মিয়ার ছেলে। এ ঘটনায় তানভিরের পিতা ও চাচাকেও আটক করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার রাত পৌঁনে ১২টার দিকে হঠাৎ করে তানভীর আরমানের বাড়িতে গিয়ে তাকে ডাকাডাকি করে। আরমান তখন ঘুমিয়ে ছিল। ঘুম থেকে উঠে ঘরের বাইরে বের হলে অভিযুক্ত তানভীর বুক বরাবরে ছুরিকাঘাত করলে আরমান চিৎকার দিয়ে তার মাকে ডাকে। মা রহিমা আক্তার বের হয়ে তাকে ধরে চিৎকার শুরু করলে মায়ের কোলেই সে মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে উদ্ধার করে জুড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ঘটনার সাথে সাথেই পুলিশ তৎপর হয়ে এক ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত তানভীরসহ চারজনকে আটক করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, এ ব্যাপারে আইনি তৎপরতা অব্যাহত রয়েছে।