দুবাই থেকে আসা ফ্লাইটে স্বর্ণের বড় চালান জব্দ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে স্বর্ণের বড় চালানসহ একজনকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা।

বুধবার (২৮ আগস্ট) দুবাই থেকে আসা একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে এই চালান জব্দ করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮ টা ২১ মিনিটে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সেই বিমানে থাকা যাত্রী এক যাত্রীকে সন্দেহ হলে তল্লাশি চালানো হলে এই বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করা হয়।