সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার বিক্ষোভে হামলার ঘটনায় করা মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়।

সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ সুপার বলেন, ‘গত ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ চলাকালে যে হামলা হয়েছিল, সে ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে এম এ মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে।

রাতে তাকে পুলিশের হেফাজতে রাখা রাখা হবে। পরে আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে।’