সাবেক মন্ত্রী ইমরানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

সিলেটে দুটি হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
 
আইনজীবীরা জানান, সিলেটের কোতোয়ালি থানায় শিক্ষার্থী পঙ্কজ কুমার নাথ হত্যা মামলায় এবং গোয়াইনঘাট উপজেলার ত্রিপল মার্ডার মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। মোট তিনটি মামলার শুনানিতে জামিনের আবেদন করলে দুটি হত্যা মামলায় জামিন নামঞ্জুর করেন আদালত।

এর আগে, বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে হাজির করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) রাজীব কুমার দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, একটি মামলায় হাজিরা দিতে তাকে আদালতে আনা হয়। পরে শুনানি শেষে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

এর আগে, গত ৫ আগস্টের পর থেকে ইমরান আহমদ আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত ২০ অক্টোবর রাতে রাজধানীর বনানী থেকে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।