সিলেটের গোয়াইনঘাটে ভারত থেকে আসা চোরাই পণ্য বহনকারী একটি নৌকা ধাওয়া করতে নৌকা ডুবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি)র এক সদস্য নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ বিজিবির সদস্যের নাম মাসুম বিল্লাহ। তিনি সোনার হাট ক্যাম্পে কর্মরত ছিলেন।
শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আমবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চোরাকারবারিরা পিয়াইন নদীতে অবৈধ পণ্য নিয়ে যাচ্ছিল। এ সময় বিজিবির টহল নৌকা তাদের ধাওয়া করলে চোরাকারবারির নৌকা বিজিবির নৌকাকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। এতে বিজিবির নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। পিয়াইন নদীর স্রোত প্রবল হওয়ায় উদ্ধারের কাজ কিছুটা জটিল হয়ে পড়েছে। তবুও নিরাপত্তা বাহিনী ও স্থানীয়রা একযোগে কাজ করছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, বিজিবির একটি নৌকা চোরাকারবারিদের নৌকাকে ধাওয়া করে। এসময় চোরাকারবারিদের নৌকা বিজিবির নৌকাকে সজোরে ধাক্কা মারলে বিজিবি সদস্যদের বহনকারী নৌকাটি পিয়াইন নদীতে ডুবে যায়। এতে একজন সদস্য নিখোঁজ হয়েছেন। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছি। স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে তৎপর রয়েছেন। এই ঘটনায় চোরাকারবারিদের বহনকারী নৌকা আটক করা হয়েছে।
নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে সিলেট-৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ‘উদ্ধার তৎপরতা চলছে। তাকে উদ্ধারে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে তল্লাশি চালাচ্ছেন।’