পর্যটনকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন সিলেটের নতুন জেলা প্রশাসক

সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর পরিবেশ ও পর্যটনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন মো. সারওয়ার আলম। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এখানকার বেশ কয়েকটা বিষয়ের মধ্যে প্রথমত আইনশৃঙ্খলা, এরপর পরিবেশ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য এই কয়েকটা কাজে আমার বিশেষ মনোযোগ থাকবে। সরকার আমাকে যে বিশ্বাস নিয়ে এ দায়িত্ব দিয়েছেন, আমি চেষ্টা করবো সর্বোচ্চ দিয়ে এ জেলার মানুষের জন্য কাজ করতে।

নবনিযুক্ত জেলা প্রশাসক আরো বলেন, আপনারা সহযোগিতা করলে আমাকে অতীতে যেমন দেখেছেন, এখানেও তেমনই থাকবো।

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরে তিনি বলেন, সিলেট হলো প্রকৃতি কন্যা। এখানে পরিবেশকে ঠিক রেখে উন্নয়ন কাজ হবে। প্রকৃতি কন্যা যেন প্রকৃতি কন্যার মতোই থাকে। এখানে অবশ্যই উন্নয়ন হবে, তবে তা পরিবেশের ক্ষতি না করেই।

নিজেকে পরিবেশবিদ হিসেবে উল্লেখ করে তিনি আরো বলেন, আমি নিজেও পরিবেশের ছাত্র। তাই চাইবো পরিবেশ সুন্দর রেখে উন্নয়ন নিশ্চিত করতে। এজন্য সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চাই। আশা করছি, আমার এখানকার সময়টা ভালো যাবে।

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর থেকে আর একটি পাথরও যেন অবৈধভাবে লুট না হয়— সেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

তিনি আরো বলেন, সাদা পাথরকে আগের রূপে ফিরিয়ে দিতে যা যা করা দরকার তাই করা হবে।কারা এই লুটপাটের সঙ্গে জড়িত, কেন এবং কীভাবে ঘটেছে— তা খতিয়ে দেখা হবে।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং পাথর প্রতিস্থাপনের কার্যক্রম ঘুরে দেখেন।