পর্যটনকেন্দ্র থেকে সাদাপাথর লুট হওয়ার ঘটনায় পাথর ফেরাতে কাল থেকে কঠোর অভিযান শুরু করবেন বলে জানিয়েছেন সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল ৫টায় সাদাপাথর পর্যটনকেন্দ্র পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। এর আগে পাথর নিজ খরচে ফিরিয়ে দিতে জেলা প্রশাসন কর্তৃপক্ষ সময়সীমা বেধে দেন যা মঙ্গলবার বিকাল ৫টায় শেষ হয়। এই সময়ের মধ্যে সাড়ে ৬ লাখ ঘনফুট পাথর স্বেচ্ছায় ফেরত দিয়েছেন সংশ্লিষ্টরা।
সিলেটের জেলা প্রশাসক মো. সরওয়ার আলম বলেন, ‘লুট হওয়া পাথরের মধ্যে এ পর্যন্ত প্রায় ২৬ লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। এর মধ্যে স্বেচ্ছায় ফেরত দেওয়া হয়েছে সাড়ে ৬ লাখ ঘনফুট পাথর।
বাকি সাড়ে ১৯ লাখ ঘনফুট পাথর স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জব্দ করেছে। যার মধ্যে ১২ লাখ ঘনফুট ইতিমধ্যেই সাদা পাথরে প্রতিস্থাপন করা হয়েছে।
যারা পাথর ফেরত দেননি তাদের কঠোরভাবে আইনের আওতায় আনা হবে জানিয়ে সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, ‘আগামীকাল (বুধবার) থেকে মূল হোতাদের ধরতে কঠোর অভিযান চলবে।
পরিদর্শনে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।