মাধবপুরে বালু উত্তোলনের দায়ে ২ ব্যক্তিকে অর্থদণ্ড

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ২ ব্যক্তিকে লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চৌমুহনী ইউনিয়নের অলিপুর ও মহাব্বতপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের অর্থদণ্ড দেন।

এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামের আমির হোসেন ও ব্রাক্ষণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের সাজিদ মিয়াকে ৫০ হাজার করে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে। 

সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ওই ২ ব্যক্তিকে লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে মাধবপুর থানা পুলিশ সহযোগিতা করে।