মাধবপুরে ড্রেনের কাজ বন্ধ করার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে

হবিগঞ্জের মাধবপুরে রাস্তায় ড্রেন নির্মাণের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, ড্রেনের কাজ বন্ধ থাকায় সামান্য বৃষ্টি হলেই রাস্তায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে পথচারী ও শতশত পরিবার চরম ভোগান্তিতে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার এলজিইডি কর্তৃক নির্মিত নোয়াপাড়া থেকে শাহজীবাজার রাস্তার কড়রা এলাকায় জলাবদ্ধতা নিরসনের জন্য ইউনিয়ন পরিষদ কর্তৃক ড্রেন নির্মাণ কাজ শুরু হয়। কাজ চলার মধ্যে বাজেট শেষ হয়ে যাওয়ায় গ্রামবাসীদের নিজস্ব অর্থায়নে কাজ চলতে থাকলে কড়রা এলাকার গিয়াস উদ্দিন চৌধুরী নামে এক ব্যক্তি ড্রেন নির্মাণ কাজ বন্ধ করে দেন। তিনি রাস্তার উপর একটি দোকান নির্মাণ করেন।

হঠাৎ করে ড্রেন নির্মাণ কাজ বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জমে হাঁটু সমান পানি। এই পানির উপর দিয়ে চলাচল করতে হয় পথচারীদের। তাছাড়া রাস্তার পানি উপচে পড়ে আশপাশের বাড়িগুলোতে উঠে।

এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য গত ১৮ সেপ্টেম্বর এলাকাবাসী মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত আবেদন করেছেন। কিন্তু এ পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। এ বিষয়ে গিয়াস উদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মাধবপুর উপজেলা প্রকৌশলী মো. রেজাউন নবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এলজিইডি থেকে ড্রেন নির্মাণ করা হচ্ছে না। এটি সম্ভবত ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে ড্রেন নির্মাণ করা হচ্ছে। এই ক্ষেত্রে কোনো ব্যক্তি বাধা দিলে আমাদের কিছু করার নেই।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহেদ বীন কাশেমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এলজিইডি রাস্তায় ড্রেন নির্মাণ কাজের কেউ বাধা দিচ্ছে কিনা সেটি এলজিইডি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।