মৌলভীববাজারের কুলাউড়ায় রবিরবাজারের রাস্তা সংস্কার ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে কুলাউড়ার রবিরবাজারে সর্বস্তরের জনগণ ও ব্যবসায়ীদের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।
ব্যবসায়ী নেতা আব্দুল গাফফার কায়সুলের সভাপতিত্ব ও নবাব আলী আশরাফ থান বাবুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সাবেক এমপি নবাব আলী আব্বাছ খান, সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফসহ বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রবিরবাজার থেকে কর্মধা পর্যন্ত রাস্তাটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ ব্যবসায়ীরা নানা দুর্ভোগ পোহাচ্ছেন। অচিরেই রাস্তাটি সংস্কার ও ড্রেন নির্মাণ না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বক্তারা আরও বলেন, এলজিইডির অবহেলার কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। ড্রেন না থাকায় রাস্তার উপরে সবসময় পানি লেগেই থাকে। বিভিন্ন জায়গায় খানাখন্দে ভরে গেছে।
বৃষ্টির মধ্যেও এ মানববন্ধনে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, সর্বস্তরের ব্যবসায়ী, সিএনজি ও রিকশাচালকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।