সুনামগঞ্জের ধর্মপাশায় রবি মৌসুমের সূচনা উপলক্ষে কৃষকদের মাঝে ফসল ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কৃষি ব্যাংক ধর্মপাশা শাখায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়।
এ সময় শাখা ব্যবস্থাপক মামুন ফকিরসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩০ জন কৃষককে মোট ৩৫ লাখ টাকার ঋণের চেক প্রদান করা হয়।