প্রাইভেট পড়ানোর সময় ৫ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সুনামগঞ্জের ধর্মপাশায় এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ধর্মপাশা পূর্ববাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাত ১০টার দিকে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্মপাশা থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তার শিক্ষক কাউছার মিয়া সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
পরিবার সূত্রে জানা যায়, বিদ্যালয়টি ওই ছাত্রীর বাড়ি থেকে দূরে হওয়ায় সে কাছের এক আত্মীয়ের বাড়িতে থেকে লেখাপড়া করে। প্রতিদিন সকালে সহপাঠীদের সঙ্গে ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যেত। গত রোববার সকালে কাউছার মিয়া সুযোগ পেয়ে নির্জনে ছাত্রীটিকে যৌন হয়রানি করে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিষয়টি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমের জানাজানি হয়। পরে ছাত্রীর আত্মীয় বিষয়টি নিয়ে মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনাটি স্বীকার করে। খবর ছড়িয়ে পড়লে গতকাল দুপুরে স্থানীয়রা বিদ্যালয়ে গিয়ে শিক্ষক কাউছারকে জিজ্ঞাসাবাদ করে।
পরে স্থানীয়দের সামনে তিনি নিজের অপরাধ স্বীকার করেন বলে জানা গেছে। এমনকি তার স্বীকারোক্তির ভিডিও স্থানীয়দের কাছে সংরক্ষিত রয়েছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় রাজাপুর বাজারে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন।
সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মাহতাব বলেন, আমাদের জিজ্ঞাসাবাদে কাউছার তার অপরাধের কথা স্বীকার করেছে।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।