পঞ্চদশ সংশোধনীর কিছু বিষয় বহাল রাখা দরকার এবং কিছু বিষয় পরবর্তী সংসদের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া উচিত বলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে এ সংক্রান্ত শুনানিতে তিনি এ কথা বলেন।
শুনানিকালে প্রধান বিচারপতি জামায়াতের আইনজীবীর প্রস্তাবের প্রসঙ্গ টেনে প্রশ্ন রাখেন, শুনানি এখন শেষ না করে পরবর্তী সংসদের জন্য মুলতবি রাখা যায় কি না। জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রপক্ষ চায় শুনানি শেষ করে আপিল বিভাগ থেকেই একটি রায় আসুক। এ সময় প্রধান বিচারপতি মন্তব্য করেন, আদালত অতীতের মতো কোনো বিতর্কিত রায় দিতে চায় না। প্রয়োজনে দীর্ঘ মুলতবি বা নতুন বেঞ্চে শুনানির ইঙ্গিত দিলেও রাষ্ট্রপক্ষ আজই শুনানি শেষের পক্ষে অবস্থান নেয়।
২০১১ সালে পাস হওয়া এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানে ৫৪টি পরিবর্তন আনা হয়েছিল। এর আগে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিলসংক্রান্ত ধারাগুলোকে অসাংবিধানিক ঘোষণা করলেও পুরো সংশোধনী বাতিলের এখতিয়ার পরবর্তী সংসদের হাতে রেখেছিলেন। অন্যদিকে জামায়াতের আইনজীবী শিশির মনির আশঙ্কা প্রকাশ করেছেন যে, আইনটি পুরোপুরি বাতিল হলে সংবিধানে ‘বিসমিল্লাহ’ বাদ পড়াসহ বাকশাল ফিরে আসার ঝুঁকি তৈরি হতে পারে।