সুপ্রিম কোর্ট বারে মারামারি

যুথি-কাজলসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে ভোট গণনার সময়ে মারামারির ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৮ মার্চ) রাতে সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ সাইফুর রহমান সিদ্দিকী সাইফ বাদী হয়ে তাকে হত্যাচেষ্টার অভিযোগে শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন। 

মামলায় স্বতন্ত্র সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথি, বিএনপি সমর্থিত নীল প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার  মো: রুহুল কুদ্দুস কাজলসহ ২০ জনকে আসামি করা হয়েছে। 

মামলার অন্য আসামিরা হলেন- মোঃ জাকির হোসেন ওরফে মাসুদ, শাকিলা রৌশন, কাজী বশির আহম্মেদ,ব্যারিস্টার উসমান, অ্যাডভোকেট আরিফ,অ্যাডভোকেট সুমন, অ্যাডভোকেট তুষার, অ্যাডভোকেট রবিউল, ব্যারিষ্টার চৌধুরী মৌসুমী ফাতেমা (কবিতা), সাইদুর রহমান জুয়েল, অ্যাডভোকেট অলিউর, জয়দেব নন্দী, মাইন উদ্দিন রানা, মশিউর রহমান সুমন, কামাল হোসেন, আসলাম রাইয়ান, অ্যাডভোকেট তরিকুল ও অ্যাডভোকেট সোহাগ।

এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে। 

এর আগে শুক্রবার ভোরে  সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনের ভোট গণনার সময়ে ব্যাপক হট্টগোল ও মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে চাপের মুখে ভোট গণনা ছাড়াই নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সিনিয়র আইনজীবী আবুল খায়ের শুধুমাত্র সম্পাদক পদে নাহিদ সুলতানা যুথিকে বিজয়ী ঘোষণা করেছেন।
এ ঘটনাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে থমথমে অবস্থা বিরাজ করছে। নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।