রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির অনুসন্ধান চেয়ে রিট আবেদন দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।
রিটকারী ববি হাজ্জাজ বলেন, রূপপুর প্রকল্পের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছিলাম। দুদক এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় সে কারণে আদালতের দ্বারস্থ হয়েছি।
এর আগে সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বলেছিলেন, রূপপুর প্রকল্প ১ লাখ ১৪ হাজার কোটি টাকার প্রকল্প। সেই প্রকল্পে ১ পয়সা দুর্নীতির কোনো অভিযোগ নেই।