বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময়

পৃথক সচিবালয় গঠনে গুরুত্ব ঢাকা আইনজীবী সমিতির

বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন এশিয়ার বৃহত্তর আইনজীবী সংগঠন ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) নেতারা। একই সঙ্গে সারা দেশে মামলার জট নিরসনে বিচারক, আইনজীবী ও আদালতের সহায়ক কর্মচারীদের প্রশিক্ষণ প্রদানের বিষয়েও প্রস্তাব উপস্থাপন করেছেন তারা।

রোববার (৩ নভেম্বর)  বিকেলে রাজধানীর কলেজ রোডস্থ বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সভাকক্ষে কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান ঢাকা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম।

এ সময় ঢাকা বারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, সাবেক সভাপতি অ্যাডভোকেট বোরহান উদ্দিন ও অ্যাডভোকেট ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

কমিশন প্রধান আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, কমিশন সদস্য হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এমদাদুল হক, সাবেক জেলা ও দায়রা জজ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি ফরিদ আহমেদ শিবলী, সাবেক জেলা ও দায়রা জজ সাইয়েদ আমিনুল ইসলাম, সাবেক জেলা ও দায়রা জজ মাজদার হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী তানিম হোসেইন শাওন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন উপস্থিত ছিলেন। বিকেল তিনটায় থেকে পাঁচটা পর্যন্ত চলে এ মতবিনিময় সভা।